বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যমুনা নদীর পানি ফের বাড়ছে। গত ২৪ ঘন্টায় কাজিপুর পয়েন্টে ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ৭৮ সেন্টিমিটার নীচ প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নীচ প্রবাহিত হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন,সাতদিনের ব্যবধানে ফের পানি বাড়ায় যমুনা পাড়ের মানুষ বন্যার শঙ্কায় ভুগছে। এর আগে পানি বেড়ে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। প্রায় সহস্রাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিপুল পরিমান তাঁত সরঞ্জামাদি নষ্ট হয়ে গেছে।
এছাড়াও পানি বাড়ায় যমুনার অরক্ষিত অঞ্চল শাহজাদপুর, চৌহালী ও এনায়েতপুরে নদী তীরবর্তীরা ভাঙ্গনের শঙ্কা করছেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, সাতদিনের ব্যবধানে ফের যমুনার পানি বাড়তে শুরু করেছে। বন্যার পুর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিনদিন সামান্য বাড়বে। তবে আশঙ্কার কিছু নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।