Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে কুমিল্লা মহানগর বিএনপির চেক হস্তান্তর

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১০:১৭ পিএম | আপডেট : ১০:৪৬ পিএম, ২৯ জুন, ২০২২

বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও ত্রাণ মনিটরিং সেলের প্রধান সমন্বয়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর হাতে নবগঠিত কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে ত্রাণ তহবিলে চেক হস্তান্তর করা হয়। বুধবার রাত সাড়ে আটটায় ইকবাল হাসান মাহমুদ টুকুর ঢাকাস্থ বাসভবনে এ চেক হস্তান্তর করা হয়।

আজ (বুধবার) রাত সাড়ে ন'টায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।

ত্রান তহবিলে চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা বিভাগীয় টিম প্রধান সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপি'র আহবায়ক শওকত আলী বকুল (দায়িত্বপ্রাপ্ত), সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, যুগ্ম আহবায়ক মো. মুজাহিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রেজাউল হক আখি, মহানগর মহিলা দলের সভাপতি ও মহানগর বিএনপির সদস্য রায়হান রহমান হেলেন, সম্মানিত সদস্য মজিবুর রহমান কামাল, কৃষক দলের সদস্য সচিব ও মহানগর বিএনপির সদস্য ইকরাম হোসেন তাজ, সদস্য আমির হোসেন, সদস্য মোজাম্মেল হক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিএনপির সদস্য মনির হোসেন পারভেজ, মহানগর মহিলা দলের সহসভাপতি সুমাইয়া বিনতে হুসাইনী সহ অন্যান্য নেতৃবৃন্দ।



 

Show all comments
  • Harunur Rashid ৩০ জুন, ২০২২, ৫:৩০ এএম says : 0
    Why so much fanfare? Helping some in need is a duty of every Muslim. Why everything tangle up with politics?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ