বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জ্ঞাত আয় বহির্ভূত প্রায় এক কোটি ৫৫ লাখ টাকার সম্পদ অর্জন ও দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক সহকারী প্রকৌশলী-২ শেখ মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে মামলাটি নথিভূক্ত হয়। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি চাকরি থেকে অবসরে গিয়েছেন। দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৬ জুন দুদক, খুলনা উপ-পরিচালক (মানি লন্ডারিং) মো. আব্দুল মাজেদ বাদী হয়ে এক কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৪১৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি চাকরি থেকে অবসরে গিয়েছেন। শেখ মোহাম্মদ হোসেন বর্তমানে খালিশপুর রোড নং- ১৯, বাড়ি নং ১২ এর বাসিন্দা ও অবসর জীবনযাপন করছেন। আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, মামলায় শুনানীতে হাজির হওয়ার জন্য তাকে নোটিশ দেওয়া হবে। নির্দিষ্ট তারিখে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।