বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যৌন হয়রানির প্রতিবাদ করায় ডেইজি বড়ুয়া নামে এক স্কুল শিক্ষিকাকে কোপানোর ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি ধারালো দা’ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুন) রাতে তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা ক্যাম্প-২/ডব্লিউ, ব্লক-বি, সাব-ব্লক-বি/৫ এর বাসিন্দা শামশুল আলমের ছেলে মোহাম্মদ আলম।
১৪ এপিবিএন’র অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানান, গত মঙ্গলবার যৌন হয়রানির প্রতিবাদ করায় রোহিঙ্গা যুববক মোহাম্মদ আলম এনজিও কর্মী হামলার শিকার ডেইজি বড়ুয়াকে দা দিয়ে ডান হাত ও বাম হাতের কব্জিতে, পিঠে ও মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। পরে ক্যাম্পে অভিযান চালিয়ে মোহাম্মদ আলমকে আটক করা হয়। হামলার শিকার ডেইজি বড়ুয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি কচুবুনিয়ার সাধন বড়ুয়ার মেয়ে। তিনি একটি এনজিওতে কর্মরত। ওই ক্যাম্পের একটি স্কুলে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।