পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর তিন মাস বন্ধ থাকার পর যাতায়াতের জন্য দুয়ার খুলেছে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরের। এর মধ্যদিয়ে স্থলবন্দর এলাকায় ফিরেছে প্রাণচাঞ্চল্য। গত সোমবার থেকে বন্দর খুলে দিলেও মূলত গত মঙ্গলবার থেকেই বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের যাতায়াতে ফের মুখর হয়ে ওঠে দেশের ১৩তম এই বন্দর।
বিবির বাজার স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা হারাধন চন্দ্র পাল জানান, দুই বছর তিন মাস পর বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে গত সোমবার থেকে যাত্রীদের জন্য বন্দর খুলে দেওয়া হয়েছে। তবে গত দুই বছর সাধারণ মানুষের যাতায়াত বন্ধ থাকলেও এই বন্দরে আমদানি-রফতানি স্বাভাবিক ছিল।
বিবির বাজার ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, গত সোম ও মঙ্গলবার ভারত থেকে ২৫ জন বাংলাদেশে এসেছেন। এই দুই দিনে বাংলাদেশ থেকে পাঁচ জন ভারতে গেছেন। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই বন্দরে আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরবে। এদিকে যাতায়াতের জন্য বন্দর খুলে দেওয়ার বিষয়টি অনেকেই জানেন না।
প্রসঙ্গত, কুমিল্লার বিবির বাজার দেশের ১৩তম স্থলবন্দর। ২০০৯ সালের ২৩ এপ্রিল এই বন্দরের কার্যক্রম শুরু হয়। রাজধানী থেকে সবচেয়ে কাছের স্থলবন্দর এটি। কুমিল্লা জেলার বিবির বাজারের বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার শ্রীমন্তপুর। বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।