Inqilab Logo

শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪, ০৮ ভাদ্র ১৪৩১, ১৭ সফর ১৪৪৬ হিজরী

জবির ভর্তি কার্যক্রমের তারিখ পরিবর্তন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জবি সংবাদদাতা : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ¯œাতক (সম্মান) প্রথম বর্ষ ‘ডি’ ‘বি’ ও ‘ই ইউনিটের ভর্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। বৃস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে।এতে জানানো হয়, ‘ডি’ ইউনিটে বিভিন্ন কোটায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ২৮ ডিসেম্বর-এর পরিবর্তে ২ জানুয়ারি। এ ছাড়া ‘ডি’ ইউনিটের ১ম হতে ৫ম মেধা তালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রমের তারিখ অপরিবর্তিত রয়েছে। এদিকে, ‘বি’ ও ‘ই’ ইউনিটের ২য় থেকে ৫ম মেধা তালিকা প্রকাশের সময় ও ভর্তি কার্যক্রমের সময় পরিবর্তন করা হয়েছে। ‘বি’ ও ‘ই’ ইউনিটের ১ ডিসেম্বর প্রকাশিতব্য দ্বিতীয় মেধা তালিকার নির্বাচিত শিক্ষার্থীদের ৪ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর-এর মধ্যে, ৭ ডিসেম্বর প্রকাশিতব্য তৃতীয় মেধা তালিকার শিক্ষার্থীদের ৮ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর-এর মধ্যে, ১৩ ডিসেম্বর প্রকাশিতব্য চতুর্থ মেধা তালিকার শিক্ষার্থীদের ১৪ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর-এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৫ম মেধা তালিকা প্রণয়ণের লক্ষ্যে মেধাক্রমের সিরিয়াল, সময় ও স্থান ২৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং তাদের সাক্ষাৎকার ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ