Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্চ কমিটিতে প্রস্তাবিত নাম বিস্তারিত তথ্য চেয়ে ‘সুজন’র রিট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১২:০৪ এএম

প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে কোন্ রাজনৈতিক দল কার নাম সার্চ কমিটির কাছে প্রস্তাব করেছিল,তার বিস্তারিত তথ্য চেয়ে রিট করা হয়েছে। গতকাল মঙ্গলবার ‘সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান ড.বদিউল আলম মজুমদারসহ চার জন বাদী হয়ে রিট ফাইল করেন। রিটে তথ্য কমিশন ও মন্ত্রীপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ১৪ ফেব্রæয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে বিভিন্ন উৎস থেকে সার্চ কমিটিতে আসা ৩২২ জনের নাম প্রকাশ করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ