Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচজনের বিষয়ে রায় কাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১২:০৪ এএম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় হবিগঞ্জের ৫ আসামির বিষয়ে রায় ৩০ জুন। শুনানি শেষে গতকাল মঙ্গলবার এ তারিখ ধার্য করেন বিচারপতি মো: শাহিনূর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলেন,মো: শফি উদ্দিন, মো: তাজুল ইসলাম,মো: জাহেদ মিয়া,ছালেক মিয়া ও সাব্বির আহমেদ।
এর আগে ২০১৮ সালের ২১ মার্চ এ মামলায় হবিগঞ্জের উল্লেখিত ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে লুটপাট,অগ্নিসংযোগ,অপহরণ,আটক,নির্যাতন ও হত্যার মতো বিভিন্ন অপরাধের তথ্য-প্রমাণ তুলে ধরা হয়। বিচার প্রক্রিয়ায় আসামিদের পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্ক শেষে গত ১৭ মে রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন ট্রাইব্যুনাল। বিচারিক প্রক্রিয়ায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ সীমন। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী তামিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ