Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাতিয়ায় ট্রলারসহ ৭৯ জেলে আটক

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১২:০২ এএম

 ইলিশের প্রজনন সুবিধার্থে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ৪টি ট্রলারসহ ৭৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার ভোরে হাতিয়ার নলচিরা এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড হাতিয়া। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শফিউল কিঞ্জল জানান, মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে থেকে ৬৫ দিনে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে গত সোমবার বিকেল থেকে হাতিয়ার মেঘনা নদী ও সমুদ্রে অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানকালে নলচিরা এলাকায় মাছ ধরা অবস্থায় ৪টি মাছ ধরার ট্রলারসহ ৭৯ জন জেলেকে আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ৭৬০ কেজি মাছ জব্দ করা হয়। গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিটি ট্রলারকে ৪০ হাজার টাকা অর্থদÐ করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ২০ মে শুরু হওয়া মৎস আহরণের নিষেধাজ্ঞা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ