Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ইসকনের রথযাত্রা উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১২:০২ এএম


আগামী শুক্রবার ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে প্রবর্তক মোড় থেকে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেলে রথযাত্রার উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এছাড়া শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, ভারতীয় দুতাবাসের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, জেলা পরিষদ প্রশাসক এমএ সালাম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসকনের নেতারা। রথযাত্রা উপলক্ষে ১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত কর্মসূচি নেয়া হয়েছে। রথযাত্রায় লাখো মানুষের সমাবেশ ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে রথযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণাসহ ৯ দফা দাবি উত্থাপন করা হয়। ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসকন চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এ সময় ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, অ্যাডভোকেট চন্দন তালুকদার, হিল্লোল সেন উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ