বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর বাগমারায় শিয়ালের আক্রমনে ২৩ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। একটি শিয়ালকে পিটিয়ে মেরেছেন ক্ষুব্ধ গ্রামবাসী। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারা হলো-শ্রীপুর গ্রামের মুনসুর রহমান, আবদুল গাফফার, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, মকবুল হোসেন, নাজিম উদ্দিন, রুহুল আমিন, আবদুর রশিদ, আফসার আলী, ইদ্রিস আলী, হাফিজুর রহমান, আবদুস সালাম ও রফিকুল ইসলাম। তাদের মধ্যে দু’জন এখনও হাসপাতালে ভর্তি। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে পানবরজে ঢুকতেই শিয়াল এসে তাকে ঘিরে কামড়ানো শুরু করে। এ সময় তিনি চিৎকার শুরু করেন। পরে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই ঘটনার কিছুক্ষণ পর গ্রামের অন্য শ্রমিকেরা আলাদা-আলাদা পানবরজে গেলে তারাও শিয়ালের আক্রমণের শিকার হন। এভাবে সকাল ৯টা পর্যন্ত ওই গ্রামের ২৩ জন শিয়ালের আক্রমণের শিকার হন।
বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাফিয়া সুলতানা বলেন, শিয়ালের আক্রমণের শিকার লোকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের ভ্যাকসিন নেওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সবাই সুস্থ আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।