Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মির্জাপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পুড়িয়ে ফেলা হলো চায়না জাল

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২২, ৮:৫০ পিএম

মির্জাপুরে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল হক আকন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানিতে পেতে রাখা বিপুল পরিমাণ চায়না জাল উদ্ধার করা হলেও জালের মালিকের কাউকে পাওয়া যায়নি। পরে উদ্ধার করা জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ