Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার মামলা পিবিআইতে

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১২:০২ এএম

কুমিল্লার দাউদকান্দিতে দৈনিক মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক মোক্তার হোসেনের উপর দিন-দুপুরে প্রকাশ্য দিবালোকে অজ্ঞাত সন্ত্রাসীদের রহস্যজনক হত্যার উদ্দেশ্যে হামলার চাঞ্চল্যকর মামলাটি পুলিশ বুরে‌্যা অফ ইনভেস্টিগেশন (পিবিআই)তে গুরুতর স্পর্শকাতর মামলা হিসেবে হস্তান্তর করা হয়েছে। মামলাটি হস্তান্তর নথিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে কুমিল্লা জেলা পিবিআইকে। পিবিআইতে মামলাটি হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি-চান্দিনা সার্কেল ও সিনিয়র সহকারী এএসপি ফয়েজ ইকবাল। এর আগে হামলার শিকার সাংবাদিক মোক্তার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি মামলা দায়ের করেন। মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতভাবেই করা হয়। মামলা দায়েরের পর অনেক দিন পেরিয়ে গেলেও সন্ত্রাসীরা থেকে যায় ধরা-ছোঁয়ার বাইরে। একটি সূত্র দাবি করে যে, স্থানীয় রাজনৈতিক চাপ থাকায় মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে তেমন কোনো অগ্রগতি হয়নি। এই অবস্থায় অধিক গুরুত্ব বিবেচনায় মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। মামলাটির গুরুত্ব বিবেচনায় পিবিআইকে দেয়ায় স্থানীয় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে সাংবাদিক, সুশীল ও সচেতন মহল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ