Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার মহম্মদপুরে শিয়ালের কামড়ে ৬ জন আহত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ৯:৫৪ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলার চরঝামা এবং আড়মাঝি গ্রামের সাধারণ মানুষ শেয়াল আতঙ্কে ভুগছে। গত দুই দিনে অন্তত ৬ জনকে শেয়ালের কামড় খেয়ে হাসপাতালে যেতে হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার চরঝামা গ্রামের খোকন মিয়া (৫০) এবং আড়মাঝি গ্রামের ফরিদ মোল্যা (৬৫) শেয়ালের কামড় খেয়ে চিকিৎসার জন্যে হাসপাতালে ডাক্তারদের শরণাপন্ন হয়েছেন। এর আগে আরো চারজন কামড় খেয়ে হাসপাতালে যায়। ক্ষেতে কাজ করতে গেলে দলবেঁধে শেয়াল তাদের উপর হামলা চালায় বলে আহতরা জানিয়েছেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন জানান, শেয়ালের কামড়ে আহতদের প্রত্যেককে হাসপাতাল থেকে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ