Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের ৭ পর্বের ধারাবাহিক বডিগার্ড

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২২, ১২:০২ এএম

আগামী ঈদের জন্য নির্মিত হচ্ছে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বডিগার্ড’। এটি রচনা ও পরিচালনা করেছে হাসান জাহাঙ্গীর। নাটকটির দৃশ্যধারনের কাজ শুরু হযেছে। হাসান জাহাঙ্গীর জানান, এই নাটকে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল, চলচ্চিত্র অভিনেতা অমিত হাসন ও ডন। হাসান জাহাঙ্গীর বলেন, ‘বডিগার্ড’-এর গল্প মূলত আমাকে ঘিরে। আমিই বডিগার্ড। পুরো নাটকে বোবা চরিত্রে অভিনয় করছি। গল্পটি একটি থ্রিলারধর্মী রোমান্টিক গল্পের নাটক। তিনি বলেন, এর আগে আমার বিপরীতে পপি, সিমলা, রত্না অভিনয় করেছেন। আঁচলও সেই ধারাবাহিকতায় এই নাটকে অভিনয় করেছে। আঁচল খুব ভালো অভিনেত্রী। তার চরিত্রে চমৎকার অভিনয় করেছে। আর অমিত ভাই, ডন-এক কথায় অনবদ্য। আমি বিশ^াস করি, আমাদের সবার সমন্বয়ে কাজটি দর্শক সাদরে গ্রহণ করবে। অমিত হাসান বলেন, সাধারণত আমি নাটকে অভিনয় করিনা। কিন্তু হাসান জাহাঙ্গীরের প্রস্তাব এবং আমার চরিত্রটি ভালো লাগায় নাটকটিতে অভিনয় করছি। আমার চরিত্রে ভ্যারিয়েশন আছে, দর্শকের ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ