প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল লিফট অফ গ্লোবাল নেটওয়ার্ক-এ প্রদর্শিত হবে এই আর হাবিব পরিচালিত সিনেমা ‘ছিটমহল’। আগামী ২৭ জুলাই থেকে এই ফেস্টিভ্যাল শুরু হবে। এইচ আর হাবিব জানান, ছিটমহল আন্তর্জাতিক ফিল্ম ফ্যাষ্টিভ্যাল এ প্রদর্শিত হবার জন্য মনোনয়ন পেয়েছে। ফ্যাস্টিভ্যাল কর্তৃপক্ষ মেইলে আমাদের তা নিশ্চিত করেছে। উপমহাদেশের ৬৮ বছরের এক অবরুদ্ধ ইতিহাসের নাম ‘ছিটমহল’। চারিদিকে অন্যদেশের বেষ্টনী মাঝে আরেকটি দেশ। এই প্রেক্ষাপট নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, আরমান পারভেজ মুরাদ, মৌসুমী হামিদ, ডন হক, আনোয়ারুল আলম সজল, শিমুল খান প্রমুখ। উল্লেখ্য, গত ১৪ জানুয়ারী বাংলাদেশে এটি মুক্তি পায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।