রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর কন্যা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মো. রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রুমন সরকার রনি উপজেলার দক্ষিণ ধুমাইটারী গ্রামের আনজু মিয়ার ছেলে। থানা সূত্রে জানা যায়, গত ২৫ জুন রাত ৯.২৫ টার সময় রুমন সরকার রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে মানহানিকর কটূক্তি করে তা পোস্ট দেন। এঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল মেহেদী রাসেল গত রোববার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে গত রোববার বিকাল ৫টার দিকে সুন্দরগঞ্জ বাজার থেকে রুমন সরকারকে গ্রেফতার করে। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় রুমন সরকার রনিকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।