Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকা থেকে বেদে শিশু নদীতে পড়ে নিখোঁজ

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২২, ১২:০৩ এএম

ঝালকাঠি শহরতলীর নেছারাবাদ এলাকায় বেদে সম্প্রদায়ের নৌকা থেকে বাসন্ডা নদীতে পড়ে মো. হাসান নামের দেড় বছর বয়সের এক শিশু নিখোঁজ রয়েছে। গত রোববার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিখোঁজ হাসান মো. মামুনের ছেলে। নিখোঁজ হাসানের মা সুমি বেগম জানান, নৌকায়ই তাদের বসবাস। সকালে নৌকার মধ্যে বসে খেলছিল শিশু হাসান। হঠাৎ করে নদী পড়ে নিখোঁজ হয় সে। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। দুপুর তিনটা পর্যন্ত তাকে পাওয়া যায়নি বলে জানান তিনি। উদ্ধার তৎপরতা অব্যহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ