Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মা সেতুর উপর গাড়ী পার্কিং করে ছবি তোলায় ৩ জনকে জরিমানা

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ৮:২৮ পিএম

পদ্মা বহুমুখী সেতুর উপর গাড়ি পার্কিং করে ছবি তোলার অভিযোগে তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান তিনটি গাড়িতে থাকা তিনজনকে ১৫শটাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী ওয়াসিম মাতুব্বর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা বহুমুখী সেতুর উপর গাড়ি পার্কিং করে ছবি তুলে তিনজন। এমন অভিযোগের ভিত্তিতে তিনজনকে জরিমানা করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, যশোরের বাবনাতলা গ্রামে বুলবুল হোসেনের ছেলে জুয়েল (৩০), ঢাকার উত্তরা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান (৩০) এবং শরীয়তপুরের জাজিরার জালাল উদ্দিনের ছেলে মোকলেন মিয়া (৪৫)। যেহেতু পদ্মা বহুমুখী সেতুর উপর ছবি তোলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাই আগামীতে কেউ এমন অপরাধ করলে তাদের জরিমানা করা হবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ