Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বন্যা এলাকায় দ্রুত ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পৌঁছানোর দাবি জানিয়েছেন বাম জোটের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ৭:০৪ পিএম

সিলেট-সুনামগঞ্জসহ বন্যাকবিল এলাকায় দ্রুততম সময়ে মধ্যে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পৌঁছানোর দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ সোমবার (২৭ জুন) বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটের বন্যা এলাকা পরিদর্শন শেষে বিকেল ৩টায় সিলেটের জিন্দাবাজারস্থ ইমজা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এই দাবি জানান। বাম জোটের নেতৃবৃন্দ এছাড়াও বন্যায় ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন এর ব্যবস্থা করা। কৃষি ঋণ ও এনজিও ঋণ মওকুফ করার দাবি জানান।

মতবিনিময়কালে নেতৃবৃন্দ হাওর অঞ্চলের অপরিকল্পিত উন্নয়ন বন্ধ করে প্রকৃতি পরিবেশ রক্ষা করে বন্যার প্রতিকার মূলক ব্যবস্থা করার দাবি জানান। মতবিনিময়কালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট সুনামগঞ্জ এর মানুষ বিপর্যয়কর পরিস্থিতিতে থাকলেও সরকার বন্যার্তদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। অন্য দিকে অপরিকল্পিত উন্নয়ন এর ফলে বন্যা দীর্ঘ স্থায়ী হচ্ছে। মতবিনিময়কালে বাম জোটের কেন্দ্রীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ইউসিএলবির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী)র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম সবুজ, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য বিধান দাস।

বাম জোটের সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সিপিবির বিভাগীয় সমন্বয়ক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি সিরাজ আহমেদ, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক ডা. হিরধন দাস, বাসদ (মার্কসবাদী) সদস্য সঞ্জয় কান্ত দাস। স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ও বন্যার্ত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করতে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা আজ সিলেটে সিলেট পৌছে সকাল ১১টায় বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় পরিদর্শনে যান এবং সেখানে ত্রাণ বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ