Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থিয়েটার ৫২-এর প্রথম প্রযোজনা

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

২৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি (বেইলি রোড) থিয়েটার হলে মঞ্চায়ন হতে যাচ্ছে ‘থিয়েটার ৫২’-এর ১ম প্রযোজনা ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’। নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর। নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ। অভিনয় করেছেন নূরে খোদা মাসুক সিদ্দিক, রবিন বসাক, সংগীতা চৌধুরী, শিবানী কর্মকার শিলু, রতন হক, মো. নজরুল ইসলাম, সন্ধ্যা হক, অনার্য অনিবার্ন, মিজানুর রহমান, আদিব মজলিশ খান, নুসরাত তুবা, হুমায়রা শারীকা, মো. আসাদুজ্জামান সরকার রিপন, রাকিবুল ইসলাম, মো. রাসেল, মো. জাহিদ, ফয়সাল প্রধান, মারজিয়া জাবীন তন্বী, শৈবাল চৌধুরী, অরিত্র মহলানবীশ, অন্তিক মহলানবীশ, আব্দুল্লাহ-আল-রুম্মান। নাটকের সেট ও লাইট ডিজাইন করেছেন, পলাশ হেনড্রি সেন। প্রপস ডিজাইন করেছেন, পলাশ হেনড্রি সেন ও রবিন বসাক। সংগীত পরিচালনা করেছেন এ.বি.এস.জেম। কণ্ঠ দিয়েছন চেতনা রহমান ভাষা, গোপী দেবনাথ, সুরভী রায়, মো. নজরুল ইসলাম, রতন হক ও জয়িতা মহলানবীশ। গানে সুর দিয়েছেন রতন হক। পাহাড়ি সুর, কীর্তন-এর সুর ও বিয়ের গীত সংগৃহীত। সংগীত প্রক্ষেপণ করেছেন আব্দুল্লাহ-আল-রুম্মান। কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন, কামরুল হাসান ফেরদৌস, রবিন বসাক, নূরে খোদা মাসুক সিদ্দিক। নাটকের সমন্বয়ক হিসাবে কাজ করেছেন মো. নজরুল ইসলাম। বাংলার মিথ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের মিথস্ক্রিয়া ঘটেছে এই নাটকে। নাটকটি একটি যুদ্ধ শিশুকে কেন্দ্র করে আবর্তিত হলেও এর প্রতিটি চরিত্রই এই বাংলার সাধারণ গ্রামীণ মানুষের প্রতিনিধিত্ব করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ