Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফোর্স টু

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

এশিয়ার বিভিন্ন জায়গায় ভারতের গুপ্তচর সংস্থা র’র তিনজন অপারেটিভ খুন হয়। প্রাথমিকভাবে জটিল মনে না হলেও একটু খতিয়ে দেখা যায় এই হত্যাকা- পরিকল্পিত এবং সবগুলো হত্যা খুব সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে। নিহতদের একজন হরিশ (ফ্রেডি দারুওয়ালা)। সে মৃত্যুর আগে তার বন্ধু এসিপি যশবর্ধন ওরফে যশের (জন এব্রাহাম) উদ্দেশে একটি সাংকেতিক বার্তা পাঠাতে সক্ষম হয়। এই বার্তা অনুযায়ী এই খুনের পেছনে রয়েছে আরো বড় এক ষড়যন্ত্র। যশ বিষয়টি র’কে জানায় এবং র’য়ের হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু সে বিশেষ প্রশিক্ষণ পায়নি বলে কর্তৃপক্ষ নারাজ হয় তবে শেষে তাকে নেয়া হয়। বিশ্লেষণের পর জানা যায় ভারতীয় এক দূতাবাসে রয়েছে সেই ষড়যন্ত্রের হোতা। সেই এই হত্যার আসল পরিকল্পনাকারী। র’য়ের এজেন্ট কেকে ওরফে কমলজিত কওরের (সোনাক্ষি সিনহা) সহযোগিতায় জানা যায় এই বিশেষ ষড়যন্ত্রকারী আসলে বুদাপেস্টে ভারতীয় হাইকমিশনের এক নিম্নপদস্থ কর্মচারী যার নাম শিব শর্মা (তাহির রাজ ভাসিন)। এই শিবই এজেন্টদের নাম ফাঁস করেছে। ধূর্ত শিব যখন টের পায় তার পরিচয় র জেনে গেছে সঙ্গে সঙ্গে গা ঢাকা দেয়। তারপরই শুরু হয় যশ আর কেকের অভিযান তাকে পাকড়াও করার জন্য।
২০১১তে মুক্তিপ্রাপ্ত ‘ফোর্স’ ফিল্মটির সিকুয়েল ‘ফোর্স টু’।
বলিউড শীর্ষ পাঁচ
১। ফোর্স টু (জন এব্রাহাম, সোনাক্ষি সিনহা, তাহির রাজ ভাসিন, নরেন্দ্র ঝা, পরস অরোরা, জিনেলিয়া ডি’সুজা)
২। রক অন টু (ফারহান আখতার, অর্জুন রামপাল, শ্রদ্ধা কাপুর, প্রাচী দেসাই, পুরব কোহলি, শশাঙ্ক অরোরা, শাহানা গোস্বামী)
৩। অ্যায় দিল হ্যায় মুশকিল (রণবীর কাপুর, আনুশকা শর্মা, ঐশ্বর্য রাই বচ্চন, ফাওয়াদ খান, লিসা হেডন)
৪। তুম বিন টু (নেহা শর্মা, আদিত্য সিল, অসীম গুলাতি, কানোয়ালজিত সিং)
৫। শিবায় (অজয় দেবগন, সায়েশা সায়গাল, বীর দাশ, জাব্বাজ ফারুকি, আলি কাজমি, এবিগেইল ইমস)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ