রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সান্তাহার-নওগাঁর মধ্যে যোগাযোগের একমাত্র সড়কের পশ্চিম ঢাকারোডের নিকট নওগাঁ সড়ক বিভাগের প্রায় দেড়শ’ বছরের পুরাতন ব্রিজ ভেঙে পড়েছে। এতে সান্তাহার-নওগাঁর যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পরেছে। ফলে এই দুই শহরের জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। ভুক্তভুগিরা অবিলম্বে ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন। সান্তাহার রেলওয়ে জংশন শহর থেকে রেলপথে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতে সর্বসাধারনের সুবিধা হয়। এ কারণে নওগাঁর প্রত্যন্ত অঞ্চলসহ আশপাশ এলাকার মানুষ এ শহর মুখি। গত শুক্রবার বিকেলে বগুড়ার সান্তাহার শহরে প্রবেশ পথের সান্তাহার-নওগাঁর মধ্যে যোগাযোগের একমাত্র সড়কের পশ্চিম ঢাকারোডের নিকট নওগাঁ সড়ক বিভাগের প্রায় দেড়শ’ বছররের পুরাতন ব্রিজ ভেঙে দেবে গেছে। এতে সান্তাহার-নওগাঁর মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে। মারাত্মক ঝুঁকি নিয়ে ২-১টি অটোরিকশা ও সিএনজি চলাচল করলেও ভারি যানবাহান চলাচর বন্ধ রয়েছে। এতে এলাবকার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। ভুক্তভুগিরা নওগাঁ সড়ক বিভাগের নিকট অবিলম্বে ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।