রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গত ১৬ জুন দৈনিক ইনকিলাবে পঞ্চগড়ে ঋণ জালিয়াতি বিসিকের উপ-ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর দেবীগঞ্জ উপজেলায় বাহারাম আলী ও শাহনাজ বেগমের নামে ১০ লাখ টাকা ঋণের মধ্যে ৮ লাখ টাকা পরিশোধ করে আপোষ করেছেন বিসিকের উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ। বাহারাম আলী জানান, গত ২২ জুন আমাকে পঞ্চগড় বিসিক অফিসে ডেকে নেয়। সেখানে অভিযুক্ত আব্দুল মালেকের ভাই আব্দুল খালেক আমাকে ৫ লাখ টাকা দেয়। পরে আমি অফিসে তিন লাখ টাকা ঋন পরিশোধ দিয়ে দুই লাখ টাকা আমি ব্যবসার জন্য রেখে দেই। শাহনাজ বেগমের স্বামী মজিবুল ইসলাম জানান, পঞ্চগড় বিসিক অফিসের মাহি আলম আমাকে ফোনে জানিয়েছেন। আপনার স্ত্রী শাহনাজ বেগমের ঋণ আব্দুল মালেকের ভাই খালেক পরিশোধ করে দিয়েছেন। ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) পঞ্চগড়ের উপ-ব্যবস্থাপক শাহ্ মোহাম্মদ জোনায়েদ মুঠোফোনে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি। রাজশাহী আঞ্চলিক পরিচালক (উপসচিব) রেজাউল আলম সরকার জানান, সংবাদের আলোকে উপব্যবস্থাপকের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে। তবে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।