Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

পদ্মা সেতুর উদ্বোধন আনন্দে কাঁঠালবাড়িয়ায় নৌকাবাইচ

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ১২:০০ এএম

স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন আনন্দে শিবচর, জাজিরা ও শুরেস্বর কাচি কাটার চর এলাকার জেলেরা বহু নৌকা বাইচের আয়োজন করছেন। শিবচর এলাকার হলুদ রংয়ের জার্সি পড়া বাইসান নৌকার প্রধান মাঝি মোহম্মদ রহমান বয়াতি ইনকিলাবকে জানান, আজ আমাদের ঈদের আনন্দ। আমাদের ১০০ বছরের আগের কষ্ট শেষ হয়ে বাড়ির ঘাডায় (ঘাটে) পদ্মাসেতু হইলো ফরিদপুরের মেয়ে আমাগের বঙ্গবন্ধুর মাইয়া (মেয়ে) আমাগের বুইনে সেই স্বপ্নের পদ্মাসেতু) উদ্বোধন করেন। এই কারণেই আমাদের পদ্মার মধ্যে এই বাড়তি আনন্দ নৌকা বাইস। আমরা মনির চৌধুরী দাদা ভাই লিটন চৌধুরী লোক। দৈনিক ইনকিলাবের সাথে কথা হয়, কমলা রংয়ের বাইসান নৌকার মাঝি কোবাত বয়াতির সাথে, তিনি গণ মাধ্যমকে বললেন আমার বাড়ি কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে। আমরা লিটন চৌধুরী এবং নিক্মন চৌধুরী ভালবাসার মানুষ। আমরাও রক্তে মাংসে আওয়ামীলীগ করি, আমরা দীর্ঘ ৫০ বছর যাবৎ বহু কস্ট ভোগ করছি। মরণাপন্ন অবস্হায় একটি রোগী নিয়ে ঢাকায় রওয়ানা হলে পদ্মার মধ্যেই মারা যেতো। সেই আমরা এখন দুপুরবেলা খাবার খেয়ে রোগী নিয়ে এক ঘন্টায় ঢাকা মেডিকেলে গিয়ে রোগী দেখাইয়া আছরের নামাজ শেষ করে ঘাটের বাড়ী ফিরবো।

এর চেয়ে আমাদের মহা আনন্দের আর কি আছে। গতকালশনিবার স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন এটাই আমাদের বাড়তি আনন্দ। তাই সবার সাথে দীর্ঘ ৫০ বছরের কষ্ট ধুয়ে মুছে সেতু উদ্বোধনের শেষ আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য আমাদের এই নৌকাবাইসের বাড়তি আনন্দের উদযাপন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ