বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রোগী পরিবহনের পরিবর্তে অভিনব কায়দায় অ্যাম্বুলেন্সে করে গাঁজা পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিবি। গতকাল তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা মিরপুর বিভাগের এডিসি মো. মোস্তফা কামাল বলেন, কয়েকজন মাদক কারবারি ভাটারা থানার কুড়িল বিশ্বরোডের কুড়াতলী বাজারের জনতা হোটেল অ্যান্ড রেস্তোরাঁর সামনে গাঁজা বিক্রির উদ্দেশ্যে একটি অ্যাম্বুলেন্সেসহ অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। পরে ওই এলাকায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অ্যাম্বুলেন্সেসহ পালানোর চেষ্টা করে মাদক কারবারীরা। এ সময় মো. রাকিব, মো. রনি ও অ্যাম্বুলেন্স চালক মো. রাসেল আহম্মেদ খাঁনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ ৭১-৪৩৮৩) জব্দ করা হয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্সেটিতে তল্লাশি চালিয়ে ৩৭ কেজি গাঁজা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দেশের বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অভিনব কায়দায় লুকিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।