Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শ্যামনগরে সবুজ জ্বালানি ও জলবায়ু সম্মেলন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো সবুজ জ্বালানি ও জলবায়ু সম্মেলন ২০১৬। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক শ্যামনগরে উপজেলা পরিষদে ‘নবায়নযোগ্য শক্তি ব্যবহার করি পরিবেশ ও স্বাস্থ্য ভালো রাখি’ স্লোগানে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো: মনজুর আলম। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সহ-সভাপতি শিউলী রানী ম-ল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও লেখক পাভেল পার্থ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার কবীর, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার ম-ল, শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বারসিকের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক আল ইমরান প্রমুখ। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় এখনই উদ্যোগ নিতে হবে। আর এ কাজে নেতৃত্ব দিতে হবে যুবসমাজকে। কারণ যুবসমাজ সবুজের প্রতিনিধি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ