Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত দফা দাবিতে র‌্যালি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রামপাল প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সকল অপতৎপরতা বন্ধ ও জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কানসাট গোপালনগর মোড়ে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চাঁপাইনবাবগঞ্জ শাখা এ কর্মসূচি আয়োজন করে। পরে পথসভা থেকে একটি র‌্যালি বের হয়ে কানসাট এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পদযাত্রা শুরুর আগে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাগিব আহসান মুন্না, বাসদের রাজশাহী সমন্বয়ক দেবাশিস রায় দেবু, চাঁপাইনবাবগঞ্জের কমিউনিস্ট পার্টি নেতা ইসরাইল সেন্টু, অ্যাডভোকেট আবু হাসিবসহ অন্যরা। উল্লেখ্য, এই পদযাত্রা আগামী ২৬ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দেবে বলে বক্তারা উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ