রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাবনা বেড়া উপজেলার আমিনপুর ট্রেনেকাটা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার মাশুমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, স্কুলছাত্র নিরব হোসেন (১৭) কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন রেললাইনে বসে। গত শুক্রবার স্কুল ছুটির পর পুরান মাশুমদিয়া নানার বাড়িতে বেড়াতে আসে। গতকাল শনিবার সকালে ঘুম থেকে উঠে রেললাইনের বসে মোবাইলে হেডফোন লাগিয়ে গান শুনছিলো। রাজশাহীগামী ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেক্সের ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ট্রেনটি থেকে কয়েকবার জরুরি সতর্কবার্তা দিয়েছিল বলে জানান স্থানীয়রা। নিহত নিরব সুজানগর রাণিনগর ইউনিয়েনের ভাটিকয়া গ্রামের মো. লিটন সরদারের ছেলে। নিরব উত্তরা একটি স্কুলের ছাত্র ছিলেন। এসময় এলাকাবাসী জানায়, প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। জনসাধরণের সচেতনতার অভাবে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।