Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুপচাঁচিয়ায় তিন সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৪

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া থানা-পুলিশ গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৩ জন সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলা সদরের বড় ধাপ গ্রামের আফছার ম-লের পুত্র ২টি পৃথক মামলার সাজাপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম (৩৭), ডাকাহার গ্রামের মৃত মেছের আলীর পুত্র অর্থ ঋণ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রাজ্জাক প্রামানিক (৪২), ধোকরকলা গ্রামের আব্দুস সাত্তারের পুত্র প্রতারণা মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি আবুল কাসেম ওরফে রহিম প্রামানিক (৩২)। এছাড়াও অপরাধ প্রতিরোধকল্পে উপজেরার ঝাঁঝিড়া গ্রামের সামাদ সরদারের পুত্র রমজান আলী (৩৬) কে আটক করা হয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম ৩ জন সাজাপ্রাপ্ত আসামি সহ ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নূর ইসলামের বিরুদ্ধে ফেনসিডিল মামলায় ৫ বছর ও অপর একটি মামলায় ২ বছরের সাজা হয়েছে। পুলিশ আটককৃত আসামিদের গতকাল বৃহস্পতিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ