বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চলমান খুলনা-মংলা রেললাইন প্রকল্পের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ দু’জনকে আটক করেছে মংলা থানা পুলিশ। দিগরাজ-বিদ্যারবাহন এলাকার নাভানা এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের পেছনে রেললাইন সংলগ্ন একটি বাড়িতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার মংলা থানায় স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করে মংলা থানা পুলিশ। আটককৃতরা হল- বিদ্যারবাহন গ্রামের মৃত আজিজ মোল্লার পুত্র জাহাঙ্গীর মোল্লা ও তার সহযোগী রামপাল উপজেলার হুড়কা গ্রামের আ. সালাম শেখের পুত্র মো. মুক্ত শেখ।
পুলিশ জানায়, গত বুধবার বিদ্যারবাহন এলাকায় চলমান রেললাইন স্থাপন প্রকল্পের কাজে ব্যবহৃত ১৫ ধরণের মালামাল ও যন্ত্রপাতি চুরি হয়। ওই মালামালের মূল্য ৯ লাখ ২৩ হাজার ৬৫০ টাকা। চুরি হওয়ার পরদিন গত বৃহস্পতিবার বিকেলে থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন খুলনা-মংলা রেললাইন প্রজেক্টের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম। মামলা নেওয়ার সাথে সাথে উপ-পরিদর্শক অমিত কুমার বিশ্বাস, মো. আলাউদ্দিন, মো. বাহারুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক জ্যোতির্ময় ফৌজদার ও জসিম উদ্দিন গোয়েন্দা তৎপরতা চালিয়ে দিগরাজ-বিদ্যারবাহন এলাকার নাভানা এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের পেছনের রেললাইন সংলগ্ন জাহাঙ্গীর মোল্লার বাড়িতে অভিযান চালান। দীর্ঘ ছয় ঘণ্টা অভিযান চালিয়ে জাহাঙ্গীরের বাড়িসহ আশপাশের এলাকায় মাটির নিচে লুকিয়ে রাখা রেলের চুরি করা ৯০ ভাগ মালামাল উদ্ধার করা হয়। এরপর জাহাঙ্গীর এবং তার সহযোগী মুক্ত শেখকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে তারা এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রেলের ওই মালামাল উদ্ধারসহ জাহাঙ্গীর ও মুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জড়িত অন্যদের তথ্য এবং বাকি মালামালের খোঁজে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।