Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘোড়াঘাটে ৫ দিন পর অপহৃত বৃদ্ধ উদ্ধার : আটক ১

হিলি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ১২:০০ এএম

দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজের ৫ দিন পর মকবুল হোসেন নামের এক বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ হায়বর আলী নামের এক অপহরণকারীকে আটক করে। গত ১৮ জুন দিবাগত রাতে উপজেলার পালশা ইউনিয়নের ধাওয়া মাঝিয়ান গ্রামের মরহুম তমিজ উদ্দিনের ছেলে মকবুল হোসেন নামের এক ব্যক্তি ধাওয়া-মাঝিয়ান গ্রামের একটি খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। এই ঘটনায় একইদিন নিখোঁজ ব্যক্তির ছেলে জায়বর আলী ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অপহরণের ৩ দিন পর গত মঙ্গলবার নিখোঁজ ব্যক্তির মোবাইল ফোন থেকে তার ছেলে ও প্রতিবেশী এক ভাইয়ের মোবাইলে কল করে তারা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ ব্যক্তির ছেলে মুক্তিপণের ৫ লাখ টাকা নিয়ে অপহরণকারীদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ঢেউয়াপাড়া গ্রামে মসজিদ সংলগ্ন এলাকায় যান। সেখানে আগে থেকেই ঘোড়াঘাট থানা পুলিশের পৃথক কয়েকটি দল সাদা পোশাকে অবস্থান নেয়। মুক্তিপণের টাকা গ্রহণের সময় হায়বর আলী নামের এক অপহরণকারীকে আটক করে পুলিশ। আটক হায়বর আলী একই ইউনিয়নের বামনগড়া-আধাটিকা গ্রামের মৃত আমান উল্লার ছেলে। পরে আটক হায়বরের দেওয়া তথ্য অনুযায়ী ঢেউয়াপাড়া গ্রামে মসজিদ সংলগ্ন একটি বাড়ি থেকে আটকে রাখা অবস্থায় মকবুল হোসেনকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর বৃহস্পতিবার রাতেই মকবুলের ছেলে জায়বর আলী বাদী হয়ে অপহরণের অভিযোগে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আসামীকে গতকাল শুক্রবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা রিমান্ডের আবেদন করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ