Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র-গুলিসহ এক দম্পতিকে আটক করেছে র‌্যাব

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ৪:৪৫ পিএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অভিযান চালিয়ে দুটি বন্দুক ও ৫১ রাউন্ড গুলিসহ এক দম্পতিকে আটক করেছেন খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা। র‌্যাব-৬ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও আটককৃতদের এখনো পর্যন্ত শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়নি। আটককৃত দম্পতিরা হলেন, শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের মতিয়ার গাজী ও তার স্ত্রী হাসিনা খাতুন।
র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত সাংবাদিকদের জানান, সকালে শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামে অভিযান চালিয়ে মতিয়ার গাজী ও তার স্ত্রী হাসিনাকে আটক করা হয়েছে। এসময় তাদের বাড়ি থেকে একটি দেশীয় বন্দুক ও একটি বিদেশী বন্দুকসহ ৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা এখন র‌্যার-৬ এর সদর দপ্তরে রয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ