Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লঞ্চের কেবিনে নারীর লাশ

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ৪:৪৩ পিএম

ঝালকাঠি জেলা সংবাদদাতা : ঝালকাঠিতে সুন্দরবন-৬ লঞ্চের মাস্টার কেবিন থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছয় মাসের একটি শিশুসহ ওই নারীকে নিয়ে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা ঝালকাঠিগামী সুন্দরবন-৬ লঞ্চের দ্বিতীয় তলায় মাস্টার কেবিন ভাড়া নেন দুইজন পুরুষ। সকালে লঞ্চটি ঘাটে নোঙর করা হলেও দুপুর ১২টা পর্যন্ত কেবিনটি তালাবন্ধ থাকে।

বিষয়টি দেখে লঞ্চের দায়িত্বে থাকা স্টাফদের সন্দেহ হলে তারা লঞ্চের অন্য কর্মকর্তাদের জানায়। লঞ্চ কর্তৃপক্ষ কেবিনে এসে ডাকাডাকি করলেও কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে তালা খুলে কেবিন থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো এক নারীর লাশ উদ্ধার করে। এসময় কেবিনে অন্য কাউকে পাওয়া যায়নি।

সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হালিম তালুকদার জানান, শ্বাসরোধে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা না অন্যকিছু তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ