Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপি ইজতেমা শুরু

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ৪:৩৭ পিএম

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা : মুসলিমউম্মা ও সারা দুনিয়ায় আল্লাহর দিন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ তাবলীগ জামায়াত চুয়াডাঙ্গার উদ্যোগে চুয়াডাঙ্গায় প্রথমবারের মত তিন দিনের জেলা ইজতেমা শুরু হয়েছে।

চুয়াডাঙ্গার আদর্শ সরকারি মহিলা কলেজ পাড়া ময়দানে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।

লাখো মুসল্লির উপস্থিতিতে আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা কার্যক্রম শরু হয়। আগামী শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।

জেলা ইজতেমা কে সফল করতে সকল ধরনের নিছিদ্র নিরাপত্তায় কাজ করছে সাড়ে ৬০০ পুলিশ বাহিনী । এছাড়া প্রশাসনের পক্ষ থেকে ইজতেমা মাঠে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

চুয়াডাঙ্গা জেলা ও জেলার বাইরে থেকে প্রায় লক্ষাধিক ধর্ম প্রাণ মুসল্লি জমায়েত হয়েছে ইজতেমার মাঠে।

টঙ্গীর তুরাগ নদীর পাড়ে এক সঙ্গে ৬৪ জেলার মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ার কারণে ইজতেমাকে দু ভাগে ভাগ করা হয়েছে। গত বছরে যে ৩২ জেলা টঙ্গীর মাঠের বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছিল সেই ৩২ জেলা এবার বিশ্ব ইজতেমার মাঠে না গিয়ে নিজ নিজ জেলায় জেলা ইজতেমা করবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ