Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে ছাত্রাবাসে কলেজ ছাত্রের লাশ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ৪:১৮ পিএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রাম শহরের কৃষ্ণপুর কলেজপাড়ার রোকন ছাত্রাবাস থেকে মো. কাজল মিয়া (২২) নামের কুড়িগ্রাম সরকারি কলেজের এক ছাত্রের লাশ আজ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার কলেজপাড়ার রোকন ছাত্রাবাসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে মো. কাজল মিয়া।

আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার রুমের দরজা বন্ধ দেখে ছাত্রাবাসের অন্যান্য ছাত্ররা তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত কাজল মিয়া ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনীরাম গ্রামের মৃত তাহের উদ্দিনের পুত্র। সে কুড়িগ্রাম সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস ছোবহান জানান,রোকন ছাত্রাবাসে নিজ শয়নকক্ষের বেড থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সে রুমে একাই ছিল। মুখ ও নাক দিয়ে ফেনা বের হয়েছিল। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেন তিনি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ