প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সিলেটে বন্যার্তদের সহায়তায় প্রথম দফায় তিন ট্রাক শুকনো খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি পাঠালেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ডিপজল। গত বৃহস্পতিবার তিতি বিশাল আকৃতির তিনটি ট্রাকের মাধ্যমে এই খাদ্যসামগ্রী পাঠান। এর মধ্যে রয়েছে ১০ হাজার কেজি চিড়া, ৭ হাজার কেজি মুড়ি, ১০ হাজারের বেশি বিস্কুটের প্যাকেট, গুড়, প্রায় ১০ হাজার বোতল বিশুদ্ধ পানিসহ অন্যান্য খাদ্যসামগ্রী। ডিপজলের ভেরিফায়েড ফেসবুকে ত্রাণ সামগ্রী পাঠানোর একটি ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, ডিপজলের তত্ত্বাবধানে বস্তায় বস্তায় খাদ্যসামগ্রী ট্রাকে তোলা হচ্ছে। ডিপজল বলেন, প্রথম দফায় এই তিন ট্রাক ত্রাণ পাঠানো হয়েছে। পরবর্তীতে আরও পাঠানো হবে। তিনি বলেন, অনেকে অনেক কথায়ই বলেন। কাজের ক্ষেত্রে তার প্রতিফলন খুব কম দেখা যায়। আমি কথার চেয়ে কাজে বিশ্বাসী। বন্যার্তদের সহযোগিতা করা নিয়ে কেবল ঘোষণা দিলেই হবে না। তা বাস্তবায়ন করতে হবে। সত্যিকারের মনমানসিকতা নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, দেশে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা আছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়ও বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে। আমাদের সবারই উচিৎ বন্যার্তদের পাশে দাঁড়ানো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। অন্যদেরও এগিয়ে আসা উচিৎ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।