Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অ্যাকুয়াম্যান’ সিকুয়েল থেকে বাদ পড়েননি অ্যাম্বার হার্ড

| প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ১২:০১ এএম

ভাইরাল গুজবের বিপরীতে জানা গেছে, অভিনেত্রী অ্যাম্বার হার্ড ‘অ্যাকুয়াম্যান’ সিকুয়েল ‘অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ থেকে বাদ পড়েননি। হার্ডের এক মুখপাত্র বলেছেন, প্রথম দিন থেকে যে গুজব চলছে তা- ত্রুটিপূর্ণ, স্থূল এবং কিছুটা পাগলামি।’ ডিসি কমিক্সভিত্তিক ২০১৮তে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাকুয়াম্যান’ ফিল্মে হার্ড অন্যতম প্রধান চরিত্র মিরার ভূমিকায় অভিনয় করেছিলেন । এছাড়া ‘য্যাক স্নাইডার্স জাস্টিস লিগ’-এও তাকে একই চরিত্রে দেখা গেছে। ওয়াশিংটন পোস্টে তার প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ অন্তর্ভুক্ত করে একটি নিবন্ধ প্রকাশের প্রেক্ষিতে ডেপ তার বিরুদ্ধে মানহানির মামলা করে সম্প্রতি জয়ী হয়েছেন। এতে তাকে ১০ মিলিয়ন ডলারের বেশি জরিমানা গুনতে হবে। মামলা চলার সময় সামাজিক মাধ্যমে ডেপের ব্যাপক সমর্থন পরিলক্ষিত হয় আর হার্ড হন সমালোচিত। হার্ডকে কটাক্ষ করে অগুনিত মিম এবং টিকটক ভিডিও ছড়িয়ে পড়ে। চেঞ্জ ডট ওআরজিতে ডেপকে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’-এ ফিরিয়ে আনতে মিলিয়নের কাছাকাছি এবং হার্ডকে ‘অ্যাকুয়াম্যান’ সিকুয়েল থেকে বাদ দেবার জন্য মিলিয়নের বেশি ভোট পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ