Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন সন্ত্রাসী হামলায় আহত পরিবার

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ১২:০২ এএম

লালপুরের ওয়ালিয়া ইউনিয়নের নান্দ পশ্চিমপাড়া গ্রামে সন্ত্রাসী হামলায় আহত আরিফুল ইসলাম (৩৮) স্বপরিবারে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। জামিনে এসে আসামিরা তার পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। গতকাল শুক্রবার সকালে ময়না গ্রামে আরিফুল ইসলামের শশুর বাড়িতে এক সংবাদ সম্মেলন করে আহত আরিফুলের পরিবারের লোকজন এই অভিযোগ করেন। সন্ত্রাসী হামলায় আহত আরিফুলের ছোট ভাই আশিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গত ১৪ জুন রাত ১০টায় আরিফুল নান্দবাজারে নিজ ওষুধ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নান্দ পশ্চিমপাড়ার আজিজের পুত্র আকতার ও জমসেদের পুত্র জিয়ার নেতৃত্বে ৮-১০ জন ধারালো দেশিয় অস্ত্র, চায়নিজ কুড়াল ও পিস্তল নিয়ে পথ রোধ করে হাত-পা, মাথা, মুখসহ সারা শরীরে এলোপাথারী কোপাতে থাকে। এক পর্যায়ে তারা আমার ভাইয়ের মৃত্যু নিশ্চিত করতে হাতের ও পায়ের রগ কেটে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে লালপুর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়। এখন তিনি মৃত্যুশয্যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ ৬ আসামিকে আটক করে কারাগারে প্রেরণ করেন। এদের মাধ্যে দু’জন জামিনে এসে পুনরায় আমাদের পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে। বর্তমানে আমরা প্রাণভয়ে নিজ বাড়ি ছেড়ে পাশ্ববর্তী ময়না গ্রামে আমার আহত ভাই আরিফুলের শ্বশুড়বাড়িতে অবস্থান করছি। তিনি আরো জানান, আসামিদের অধিকাংশই সন্ত্রাসী, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি। তারা আসামিদের জামিন বাতিলসহ সকল আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য ছাড়া গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ