বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সারুটিয়া এলাকায় ক্ষেত থেকে ছানোয়ার হোসেন (৩৮) নামে এক পত্রিকা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ছানোয়ার ওই গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।
তার পরিবারের লোকজন জানান, বুধবার সকালে পত্রিকা বিক্রি করতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ছানোয়ার। অনেক খোঁজাখুঁজির পর আজ বৃহস্পতিবার সকালে গ্রামের একটি ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।