Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একসাথে জন্ম নেয়া তিন শিশুর নাম স্বপ্ন, পদ্মা ও সেতু

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ১২:০২ এএম

মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে একই সাথে জন্ম নেয়া তিন কন্যা শিশু পিতা নবজাতকদের নাম রেখেছেন স্বপ্ন, পদ্মা ও সেতু। নগরীর সদর রোডের ডা. মোখলেছুর রহমান হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয় গত বৃহস্পতিবার। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের একদিন আগে জন্ম নেয়া তিন শিশুর বাবা দুই ঘণ্টার মধ্যেই তাদের নামকরন করেন স্বপ্ন, পদ্মা ও সেতু।

নবজাতকদের পিতা বাবু সিকদার সাংবাদিকদের জানান, আজ শনিবার পদ্মা সেতুর উদ্বোধন। এর একদিন আগে আমার ঘর আলো করে একসাথে তিন কন্যা সন্তান এসেছে। এটা আল্লাহর অসীম রহমত ও নেয়ামত। পদ্মা সেতুর উদ্বোধন সময়ে ওদের জন্ম হওয়ায় তিন মেয়ের নাম স্বপ্ন, পদ্মা, সেতু রেখেছেন বলেও জানান নবজাতকদের পিতা বাবু।

ভাড়ায় মোটরসাইকেলে চালক, বাবু সিকদার বলেন, আল্লাহ যেহেতু একই সাথে তিন মেয়ে দিয়েছেন, তাই তাদের নাম রাখলাম স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে।

উদ্বোধনী সমাবেশে নিজের যাবার ইচ্ছে থাকলেও এখন হাসপাতালে স্ত্রী ও তিন নবজাতককে রেখে কি করবেন, তা সিদ্ধান্ত নিতে পারেন নি বলেও জানান বাবু সিকদার।

এদিকে বরিশালের জেলা প্রশাসকও এ তিন নবজাতকের জন্য শুভেচ্ছা স্বরূপ ফুল এবং আর্থিক সহায়তা পাঠিয়েছেন ক্লিনিকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ