Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

আশুলিয়া সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১:১৯ পিএম

আশুলিয়া সংবাদদাতা : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় গ্যাস লাইটার প্রস্তুতকারক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী শ্রমিক মারা যান।

বার্ন ইউনিট সূত্র জানায়, মারা যাওয়া নারী শ্রমিকের নাম রকি (২০)। তাঁর বাবার নাম তোরাব খান। বাড়ি বগুড়ায়।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, রকি আইসিইউতে ছিলেন। তাঁর শ্বাসনালীসহ শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত মঙ্গলবার আশুলিয়ার কালার ম্যাচ বিডি লিমিটেড কারখানায় আগুন লাগে। আগুনে ২৬ জন নারী ও শিশু শ্রমিক দগ্ধ হয়। তাদের মধ্যে আঁখি (১৪) নামের এক শিশু শ্রমিক মঙ্গলবার রাতে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্র জানায়, আঁখির শ্বাসনালীসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ