বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শনিবার (২৫ জুন) উদ্বোধন হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বপ্ন-সাঁকো পদ্মা সেতু। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আগতদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করবে ফরিদপুরের ৩৬ সদস্যের মেডিকেল টিম।
শুক্রবার (২৪ জুন) সকালে এ দলের সদস্যরা পদ্মা সেতুর উদ্দেশে যাত্রা করেছেন।
ডা. এম এ জলিল এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফরিদপুরের স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বিএমএ’র আয়োজনে ১২জন চিকিৎসকসহ সেবা টিমের সদস্যরা পদ্মা সেতুর উদ্বোধনে অংশ নেওয়াদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করবেন।
জানা গেছে, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম এ জলিলের নেতৃত্বে চিকিৎসা সেবা টিমের সদস্যরা যাত্রা করেন।
ছবিঃ পদ্মাসেতুর উদ্দশ্যে যাত্র ফরিদপুরের ৩৬ সদস্যের মেডিকেল টিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।