Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট বন্যায় ক্ষতিগ্রস্ত ইমাম-খতিব ও মুয়াযযিনদের মাঝে অর্থ বিতরণ করেছে উলামা মাশায়েখ পরিষদ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ৬:১৮ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্ত নগরীর বিভিন্ন মসজিদে কর্মরত ইমাম, খতিব ও মুয়াযযিনদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে উলামা মাশায়েখ পরিষদ সিলেট। গতকাল বৃহস্পতিবার পরিষদের কার্যালয়ে নগরীর শতাধিক ইমাম-খতিব ও মুয়াযযিনদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়। পরিষদের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও সেক্রেটারী ড. মাওলানা এ এইচ এম সুলায়মানের পরিচালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিষদের সহ-সভাপতি হাফিজ মিফতাহুদ্দীন ও শায়খ সাঈন নুরুজ্জামান আল মাদানী, সহকারী সেক্রেটারী হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী ও মাওলানা ওলীউর রহমান সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, অর্থ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান ও দাওয়া সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল আহাদ প্রমূখ। নগদ অর্থ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, চলমান বন্যায় সিলেটের সকল শ্রেণী পেশার মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে আলেম উলামা, মসজিদের ইমাম, খতিব ও মুয়াযযিনরাও রয়েছে। কিন্তু তারা কারো কাছে হাত পাততে পারেন না। তাই সমাজের সামর্থবানদের উচিত বন্যায় ক্ষতিগ্রস্ত ইমাম, খতিব ও মুয়াযযিনসহ বন্যাদূর্গত আলেম উলামাদের পাশে দাড়াঁনো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ