Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্তে বিজিবি ও চোরাকারবারির মধ্যে সংঘর্ষ

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১১:৪৮ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : ২৩ নভেম্বর রাতে শেরপুরের শ্রীবরদীর গারো পাহাড়ের কর্ণঝোড়া সীমান্তের গহীন অরণ্যে চোরাকারবারি ও বিজিবির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতীয় গরু চোরাই পথে আনার পথে বিজিব অভিযান চালালে ৫০/৬০ জনের একটি চোরাকারবারি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বিজিবির ওপর হামলা চালায়। বিজিবিও তাদের লক্ষ করে ৪ রাউন্ড গুলি চালায়। এসময় চোরাকারীরা পালিয়ে যায়। পরে বিজিবি ঘটনাস্থল থেকে চোরাই পথে আনা ২০টি গরু আটক করে। এবিষয়ে বিজিবির কর্ণঝোড়া ক্যাম্পের অধিনায়ক আবুল কালাম মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ