Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় অধ্যাপক এম আর খান চিকিৎসক সমাজের আদর্শ উদাহরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রোগীর প্রতি দরদী মনের অধিকারী, হƒদয়বান জাতীয় অধ্যাপক এম আর খান ছিলেন চিকিৎসক সমাজের আদর্শ উদাহরণ। তিনি আজীবন চিকিৎসা পেশার উৎকর্ষ সাধনে কাজ করে গেছেন। গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে মরহুম জাতীয় অধ্যাপক এম আর খানের স্মরণ সভায় এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ডা. মো: শহীদুল্লাহ সিকদার।
বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগ ও বাংলাদেশ প্যাডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) যৌথ উদ্যোগে আয়োজিত এ স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএমএ সভাপতি প্রফেসর ডা. মাহমুদ হাসান, বিএমডিসির সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ সহিদুল্লাহ, নার্সিং অনুষদের ডিন ও শিশু বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহানা আখতার রহমান প্রমুখ। এদিকে দেশের নার্সিং পেশা ও সেবার উন্নয়নে এবং নার্সদের উন্নত ক্যারিয়ার গড়ার লক্ষে বিএসএমএমইউতে ‘ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অপরচ্যুনিটিস ফর নার্সেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে ‘ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অপরচ্যুনিটিস ফর নার্সেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ডা. মো: শহীদুল্লাহ সিকদার। সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. মো: আনিসুর রহমান ফরাজী। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মো: শহীদুল্লাহ সিকদার বলেন, নার্সিং পেশা চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের সেমিনার অত্যন্ত সময়োপযোগী ও কার্যকরী যা নার্সদের আন্তর্জাতিক মানের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিশেষ করে উন্নত ক্যারিয়ার গড়তে সহায়ক হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ