Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লুটের ৫ দিন পর কোটি টাকার ওষুধ কাঁচামালসহ ৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

লুট হবার পাঁচ দিন পর কোটি টাকার ওষুধ তৈরির কাঁচামালসহ ৬ জনকে গ্রেফতার করেছে রাজধানীর সবুজবাগ থানা পুলিশ।  গ্রেফতারকৃতরা হলোÑ রেজাউল ইসলাম, নইমুল হক আকন্দ ওরফে বাবু, আনোয়ার হোসেন, মোহাম্মদ আশরাফ, জসিমউদ্দিন ও আবু জাহিদ।
গতকাল বুধবার দুপুরে সবুজবাগ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোনালিসা বেগম বলেন, ১৭ নভেম্বর এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ তৈরির ৮৭৫ কেজি কাঁচামাল আমদানি করে। কাঁচামালগুলো ২৫ কেজি ওজনের ৩৫টি ড্রামে ছিল। ওই দিন বিকেলে ঢাকায় হজরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিল্ডিং থেকে কাঁচামালগুলো খালাস করে একটি কাভার্ডভ্যানে তোলা হয়। মালামালগুলো নারায়ণগঞ্জে কারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে এগুলো কাভার্ডভ্যানে তোলার সময় রেজাউল মুঠোফোনে বিষয়টি নইমুলকে জানান। কাভার্ডভ্যানটি যাত্রা শুরু করলে রেজাউল গাড়িটির পিছু নেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে কাভার্ডভ্যানটি সবুজবাগ এলাকায় পৌঁছলে রেজাউল মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগান। এ নিয়ে কাভার্ডভ্যানে থাকা চালকসহ দু’জনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। রেজাউল এ সময় চাবিটা ছিনিয়ে নেন। এরপর তিনি মোবাইল ফোনে একজনকে কল দেন। এর পরপরই মাইক্রোবাসে করে দু’জন ঘটনাস্থলে যান। তারা চাবিটি নিয়ে নেন এবং পুলিশের কথা বলে কাভার্ডভ্যানের দুইজনকে মাইক্রোবাসে তুলে নেন। নইমুল কাভার্ডভ্যান নিয়ে সিদ্ধিরগঞ্জের দিকে চলে যান। রেজাউল  মোটরসাইকেল চালিয়ে চলে যান। এ ব্যাপারে সবুজবাগ থানায় মামলা হলে পুলিশ অভিযানে নামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ