Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাসের সিটের নিচে মিলল স্বর্ণের বার

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ১২:০৮ এএম

চট্রগ্রাম থেকে বেনাপোলগামী একটি গ্রীন লাইন পরিবহনের সিটের নীচে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে ওই বাসে তল্লাশি চালিয়ে ৭৬৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার জব্দ করে বিজিবি সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি চট্রগ্রাম থেকে বেনাপোলগামী গ্রীন লাইন নামের পরিবহনে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের জন্য বেনাপোলের উদ্দেশ্যে আসছে। পরিবহনটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তাতে তল্লাশি চালিয়ে সিটের নীচ থেকে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় স্বর্ণের কোন মালিক শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ