বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুয়াকাটায় ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে বঙ্গোপসাগরের বিজয় এলাকা থেকে ৭টি মাছধরা ট্রলারের ১১ জেলেকে গ্রেফতার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। গত বুধবার দিনভর অভিযান চালিয়ে সন্ধ্যার পরে এদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ মন ডাডি মাছ ও ২ হাজার মিটার জাল ও ট্রলারে থাকা ৫ মন জাটকা ইলিশ জব্দ করা হয়।
গত বুধবার রাত ১১টার দিকে ৮ জেলেকে ৬১ হাজার টাকা জরিমানা করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। বাকি ৩ জেলেসহ ৭ জনের নামে কুয়াকাটা নৌ-পুলিশ মহিপুর থানায় মামলা দায়ের করে। একই সাথে ট্রলার মালিকদের বিরুদ্ধেও মামলা করা হয়। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃত জেলেদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত জেলেরা হলো মো. ওদুদ মাঝি, পাভেল চৌকিদার, মো. সাঈদ প্যাদা, মো. মঞ্জ মুন্সী, মো. ইলিয়াস সরদার, জাহিদুল হাওলাদার, মো. জুলহাস মাহমুদ, নজরুল হাওলাদার, মো. সোহান গাজী, মো. হারুন চৌকিদার। এদের বাড়ি রাঙ্গাবালী ও গলাচিপা এলাকায়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি আকতার মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে কুয়াকাটা থেকে ৩০ কি.মি. গভীরে বঙ্গোপসাগরের চর বিজয়ের দক্ষিণে এসব জেলে ট্রলার অবৈধভাবে মাছ শিকার করছিল।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো: আকতার মোর্শেদ বলেন, গ্রেফতারকৃত জেলেরা অবরোধ অমান্য করে মাছ শিকার করছিল। সারাদিন অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। জেলে ও ট্রলার মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনী প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।