Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে জেলি দেয়া চিংড়ি জব্দ

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ১২:০৮ এএম

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভ্রাম্যমাণ আদালত যশোর থেকে ট্রাকভর্তি জেলি দেয়া চিংড়ি উদ্ধার করেছে। এ সময় চিংড়ির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত চিংড়ি ধ্বংস করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার ভোররাতে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় একটি ট্রাকভর্তি চিংড়ি জব্দ করা হয়। এ সময় ওই ট্রাক হতে ৪টি ককশীট ভর্তি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করেছে কী না তা চেক করে সত্যতা পাওয়া যায়। পরে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের অপরাধে চিংড়ির মালিক মো. হোসাঈন সরদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে চিংড়িগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ, র‌্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি এইচ. এম শফিকুর রহমান, জেলা মৎস্য অফিসার ফিরোজ আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ